শক্তিশালী পশ্চিমাঞ্চলকে ১৫৭ রানে গুঁড়িয়ে দিয়ে দেওধর ট্রফির ফাইনালে উঠে গেল পূর্বাঞ্চল। মঙ্গলবার দুর্দান্ত শতরান করেন রিয়ান পরাগ। মাত্র ৬৮ বলে ১০২ রানে অপরাজিত থাকেন অসমের তারকা। শুধু তাই নয়, পরাগ যেখানে ৪৮ বলে প্রথম ৫০ রান করেন, সেখানে ৬৬ বলে শতরান পূরণ করেন। যে ইনিংসের সুবাদে দেওধর ট্রফির ইতিহাসে সর্বাধিক রান হজম করতে হয় পঞ্চিমাঞ্চলকে। আর সেই রান তাড়া করতে নামার পর সরফরাজ খান, শিবম দুবে, রাহুল ত্রিপাঠীদের ধ্বংস করে দেন মণিশংকর মুরাসিং। পাঁচ উইকেট নেন পূর্বাঞ্চল তথা ত্রিপুরার পেসার। তিনটি উইকেট নেন উৎকর্ষ সিং। সেই জয়ের সুবাদে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ফাইনালে খেলবে পূর্বাঞ্চল।
মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পূর্বাঞ্চলের অধিনায়ক সৌরভ তিওয়ারি। শুরুটা ভালো হয় পূর্বাঞ্চলের। প্রথম উইকেটের জুটিতে ৫৯ রান যোগ করেন অভিমন্যু ঈশ্বরণ এবং উৎকর্ষ। ১১ তম ওভারের শেষ বলে আউট হয়ে যান বাংলার তারকা। ৪৩ বলে ৩৮ রান করেন। তারপর দ্বিতীয় উইকেটের জুটিতে ৬৪ রান যোগ করেন বিরাট সিং এবং উৎকর্ষ। অর্ধশতরানও পূরণ করেন পূর্বাঞ্চলের ওপেনার। কিন্তু ২২ তম ওভারে উৎকর্ষ (৫০ রান) আউট হতেই পূর্বাঞ্চলের ইনিংসে ধস নামে। পরপর প্যাভিলিয়নে ফেরেন ঋষভ দাস (তিন রান), বিরাট (৪২ রান) এবং সৌরভ (১৩ রান)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।