দেওধর ট্রফিতে পূর্বাঞ্চলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই ঝড় তুললেন আকাশদীপ। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে নয় নম্বরে নেমে ২৬ বলে ৪৪ রান করেন বাংলার পেসার। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি বাউন্ডারি এবং চারটি ছক্কায়। তাঁকে যোগ্যসংগত করেন দশ নম্বরে নামা মুখতার হুসেন। ২২ বলে ৩৩ রান করেন তিনি। তবে তাতেও পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি পূর্বাঞ্চল। ৪৬ ওভারে ২২৯ রানে অল-আউট হয়ে যান সৌরভ তিওয়ারি, বিরাট সিং, অভিমন্যু ঈশ্বরণরা। দক্ষিণাঞ্চলের হয়ে তিনটি করে উইকেট পান বাসুকি কৌশিক এবং সাই কিশোর। দুটি উইকেট পান বিদ্যত কাভেরাপ্পা। একটি করে উইকেট পান বিজয়কুমার বৈশাক এবং ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: বাবর আজমের রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল! ODI -এ এমনটা এর আগে কেউ কখনও করতে পারেননি
রবিবার পুদুচেরিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পূর্বাঞ্চলের অধিনায়ক সৌরভ। ষষ্ঠ ওভারেই আউট হয়ে যান বাংলার তারকা অভিমন্য়ু। ২৪ বলে ১২ রান করেন। তারপর শুভ্রাংশু সেনাপতির সঙ্গে জুটি বেঁধে পূর্বাঞ্চলকে টানতে থাকেন বিরাট। দু'জনের হাত ধরে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় পূর্বাঞ্চল। কিন্তু তারপরই ধাক্কা খান ঈশ্বরণরা। ছয় বলের মধ্যে আউট হয়ে যান বিরাট এবং শুভ্রাংশু। ২৫ তম ওভারে শেষ বলে শুভ্রাংশু (৬২ বলে ৪৪ রান) ড্রেসিংরুমে ফিরিয়ে দেন সাই কিশোর। ২৬ তম ওভারের শেষ বলে বিরাটকে (৬৭ বলে ৪৯ রান) আউট করেন ওয়াশিংটন।
আরও পড়ুন: এক ওভারে সাতটা ছক্কা, উঠল ৪৮ রান! ব্যাটারের তাণ্ডব দেখে মাথায় হাত দিয়ে বসে পড়লেন বোলার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।