বিরাট কোহলি এবং মহেন্দ্র ধোনি, রোহিত শর্মার কন্যা সন্তানকে নিয়ে টুইটারে অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিয়াল একটি নোটিশ দেওয়ার পরেই পদক্ষেপ করল রাজধানীর পুলিশ প্রশাসন। সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিয়াল দিল্লি পুলিশের সাইবার সেলের কাছে এই মর্মে একটি নোটিস দিয়েছিলেন। জানা গিয়েছে, ছ’টি সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ধোনির মেয়ে জিভা এবং কোহলির মেয়ে ভামিকা এবং রোহিতের মেয়ে সামাইরার সম্পর্কে অশালীন কথাবার্তা লিখে পোস্ট করা হয়েছিল। এই বিষয়টি একেবারেই হাল্কা ভাবে নেওয়া হচ্ছে না।
মহিলা কমিশনের নোটিশ পেতেই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশও। আর সেই অভিযোগের ভিত্তিতেই যে ছ’টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অশ্লীল পোস্টগুলি করা হয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
আরও পড়ুন: ভুলভাল উইকেট তৈরি না করলে, IND vs AUS সিরিজে ২-১ জিতবে ভারতই,দাবি অজি প্রাক্তনীর
দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, ‘আইএফএসও স্পেশ্যাল সেল দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিয়ালের নোটিশ পাওয়ার পর একটি এফআইআর দায়ের করা হয়। ক্রিকেটার বিরাট কোহলি, এমএস ধোনি, রোহিত শর্মার মেয়েদের নামে কুমন্তব্যের বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছে। টুইটারের সঙ্গেও আমরা এই বিষয়ে আলোচনা করছি।’
স্বাতী মালিয়াল টুইটারের মাধ্যমে জানান, ‘আমি নোটিস দেওয়ার পরেই ধোনি এবং কোহলির মেয়েদের নিয়ে অভদ্র মন্তব্যের বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। খুব তাড়াতাড়ি সমস্ত দোষী জেলবন্দি হবে।’
গোটা ঘটনার তীব্র নিন্দাও করেছেন তিনি। জানা গিয়েছে, শুধু ক্রিকেটারদের মেয়েদের নিয়েই নয়, তাঁদের স্ত্রীদের বিরুদ্ধেও অভব্য মন্তব্য করা হয়েছে ওই সোশ্যাল অ্যাকাউন্টগুলি থেকে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
আরও পড়ুন: শিশির ফ্যাক্টর- 2023 ODI WC-এর ম্যাচ সকাল সাড়ে ১১টা থেকে শুরুর দাবি অশ্বিনের
এর আগে স্বাতী মালিয়াল একাধিক টুইটে একাধিক স্ক্রিনশট শেয়ার করেছিলেন, সেখানে লিখেছিলেন, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, তাঁর স্ত্রী ঋতিকা সজদে এবং মেয়ে সামাইরা শর্মার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করা হয়েছিল টুইটারে৷
ঘটনার স্ক্রিনশট দিয়ে স্বাতী ট্যুইটারে লিখেছিলেন, ‘টুইটারে কোহলি এবং ধোনির সন্তানদের নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়েছিল। এ বার রোহিত শর্মাকে নিয়েও একই রকম মন্তব্য করা হয়েছে। তাঁদের আক্রমণ করা হয়েছে, কী হচ্ছেটা কী?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।