শুভব্রত মুখার্জি: চলতি বছরের মার্চ মাসে হঠাৎ করেই ক্রিকেট বিশ্বের সকলের জন্য এসেছিল অত্যন্ত এক খারাপ খবর। থাইল্যান্ডের কো সামুই দ্বীপে বন্ধুবান্ধবের সঙ্গে ছুটি কাটানোর সময়তে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন শেন ওয়ার্ন। উল্লেখ্য ২০০৮ সালে যখন প্রথমবার আইপিএল শুরু হয়েছিল তখন ওয়ার্নের নেতৃত্বেই রাজস্থান রয়্যালস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। নবীন, আনকোরা একদল ক্রিকেটারকে নিয়ে সেদিন বাজিমাত করেছিলেন ওয়ার্ন। ফ্রাঞ্চাইজির প্রতি ওয়ার্নের সেই অবদানের কথা মাথাতে রেখেই শনিবার আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে ম্যাচে তার প্রতি অনন্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।