
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: ভারতের মাটিতে বিশেষ করে টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাট করাটা যে কতটা কঠিন তা সারা বিশ্বের কোন টেস্ট খেলিয়ে দেশের কাছে অজানা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াংখেড়ের স্পিন সহায়ক উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা আরও বেশি কঠিন। আর তার বড় প্রমাণ হল পুরনো পরিসংখ্যান। বিগত প্রায় তিন দশক ধরে ওয়াংখেড়ের মাটিতে কোন টেস্টের চতুর্থ ইনিংসে সফরকারী কোন ব্যাটার অর্ধশতরান করতে পারেননি। দীর্ঘ ২৭ বছর বাদে নিউজিল্যান্ড দলের ব্যাটার ড্যারিল মিচেল সেই খরা কাটাতে সক্ষম হলেন।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৯২ বল খেলে ৬০ রান করেন ড্যারিল মিচেল। যা ২৭ বছর বাদে ওয়াংখেড়ের উইকেটে টেস্টের চতুর্থ ইনিংসে সফরকারী কোন ব্যাটারের করা প্রথম অর্ধশতরানের ইনিংস। মিচেল এবং নিকোলস জুটি বেঁধে ৭৩ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপও গড়েন কিউয়িদের হয়ে। যদিও দিনের শেষ ভাগে এসে অক্ষর প্যাটেলের বলে জয়ন্ত যাদবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন মিচেল।
তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড দলের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ১৪০ রান। উইকেটে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন হেনরি নিকোলস। তার সাথে যোগ দিয়েছেন রাচিন রবীন্দ্র। উল্লেখ্য ড্যারিল মিচেলের আগে সফরকারী কোন দলের ব্যাটার হিসেবে চতুর্থ ইনিংসে শেষ বার অর্ধশতরান পেরনোর কৃতিত্ব অর্জন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের জুনিয়র মারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports