বাংলা নিউজ > ময়দান > BPL-এ থামানো যাচ্ছে না রিজওয়ানকে, হাফ-সেঞ্চুরির হ্যাটট্রিক পাক তারকার
পরবর্তী খবর
BPL-এ থামানো যাচ্ছে না রিজওয়ানকে, হাফ-সেঞ্চুরির হ্যাটট্রিক পাক তারকার
1 মিনিটে পড়ুন Updated: 05 Feb 2023, 08:02 AM ISTAbhisake Koley
Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়র লিগের শেষ পাঁচ ম্যাচে চারটি অর্ধশতরান করলেন মহম্মদ রিজওয়ান।
হাফ-সেঞ্চুরি রিজওয়ানের। ছবি- বিসিবি মিডিয়া।
চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগে থামানো যাচ্ছে না মহম্মদ রিজওয়ানকে। বিপিএলের টানা তিনটি ম্যাচে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পাক তারকা। শেষ ৫টি ম্যাচে এই নিয়ে চারটি অর্ধশতরান করলেন রিজওয়ান।
ঢাকা ডমিনেটর্সের বিরুদ্ধে ৫৫ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। খুলনা টাইগার্সের বিরুদ্ধে করেন অপরাজিত ৫৪ রান। খুলনার বিরুদ্ধে ফিরতি ম্যাচে তিনি ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ম্যাচ জেতান রিজওয়ান। ৪৭ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা মারেন পাক তারকা।
মীরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটে ১৫৬ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন উসমান খান ও আফিফ হোসেন। উসমান ৪১ বলে ৫২ রান করেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪৯ বলে ৬৬ রান করেন আফিফ। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া ডারউইশ রসুলি ২১ ও শুভগত হোম ১২ রান করেন। খাতা খুলতে পারেননি মেহেদি মারুফ, কার্টিস ক্যাম্ফার ও জিয়াউর রহমান। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নেন তনভীর ইসলাম ও হাসান আলি। উইকেট পাননি আব্রার আহমেদ।
পালটা ব্যাট করতে নেমে কুমিল্লা ১৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলে ম্যাচ জিতে যায়। রিজওয়ানের হাফ-সেঞ্চুরি ছাড়া মোসাদ্দেক হোসেন ৩৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ২৭ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ইমরুল কায়েস ১৫ ও জাকের আলি ১০ রানের যোগদান রাখেন। জনসন চার্লস মাত্র ৯ রান করে আউট হন।
চট্টগ্রামের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন। উইকেট পাননি ক্যাম্ফার। ম্যাচের সেরা হন রিজওয়ান। এই জয়ের সুবাদে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে কুমিল্লা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। বরিশাল ও রংপুরের দখলেও রয়েছে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট করে। তবে নেট রান-রেটের নিরিখে তারা আবস্থান করছে যথাক্রমে লিগ টেবিলের দ্বিতীয় ও চতুর্থ স্থানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।