বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকা পাঁচ জন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণ- দুই ফাস্ট বোলারের উল্লেখযোগ্য ভাবে আগ্রগতি হয়েছে। তাঁরা সম্ভবত এশিয়া কাপে দলে ফিরতে পারেন। কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারও নেটে ব্যাটিং শুরু করেছেন। ওডিআই বিশ্বকাপের আগে তাঁরা ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন। একমাত্র পন্ত ওডিআই বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন না। তবে তাঁর অগ্রগতিও নজরকাড়া।
এক নজরে দেখে নিন ভারতের পাঁচ তারকার ফিটনেস ঠিক কোন জায়গায় রয়েছে:
জসপ্রীত বুমরাহ: বুমরাহ রিহ্যাবের শেষ পর্যায়ে রয়েছেন। এবং নেটে তিনি নিজের পুরো শক্তি খরচ করেই সেরাটা দিতে মরিয়া। বিসিসিআই-এর মেডিক্যাল টিম বুমরাহের অগ্রগতিতে সন্তুষ্ট এবং অনুশীলন ম্যাচে তাঁকে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।
প্রসিধ কৃষ্ণ: বুমরাহের মতো আর এক ফাস্ট বোলার তাঁর রিহ্যাবের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবং নেটে তিনিও নিজের সেরাটা দিয়েই বোলিং করছেন। বুমরাহের মতো প্রসিধও কিছু অনুশীলন ম্যাচ খেলবেন। তবে আপাতত বিসিসিআই প্রসিধের অগ্রগতিতে খুশি। এবং অনুশীলন ম্যাচে প্রসিধকে দেখার পরেই, তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: PCB-কে ডজ দিয়ে আগেভাগেই Asia Cup-এর সূচি প্রকাশ জয় শাহের, রাগে ফুঁসছে পাকিস্তান
প্রসঙ্গত, বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণের অগ্রগতি দেখে আগেই জানানো হয়েছিল যে, দুই তারকাই আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দলে থাকতে পারেন।
কেএল রাহুল: রাহুল সব সময়েই টিম ইন্ডিয়ার নিয়মিত এবং গুরুত্বপূর্ণ সদস্য। নেটে আবার ব্যাটিং শুরু করেছেন তিনি। ভালো ছন্দে রয়েছেন তিনি। এবং বর্তমানে স্ট্রেন্থ ও ফিটনেস অনুশীলন করছেন রাহুল। বিসিসিআই-এর মেডিকেল টিম তাঁর অগ্রগতিতে সন্তুষ্ট।
আরও পড়ুন: কী ভাবে গাইড করছেন রোহিত ভাইয়া, জুটির সাফল্যের রেসিপি ফাঁস করলেন যশস্বী
শ্রেয়স আইয়ার: শ্রেয়সও নেটে নিজের ছন্দে ব্যাটি করতে শুরু করে দিয়েছেন। তিনিও রাহুলের মতো স্ট্রেন্থ এবং ফিটনেস নিয়ে অনুশীলন করছেন। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর অগ্রগতিতে খুশি।
বিশ্বকাপের আগে রাহুল এবং শ্রেয়স যদি সময় মতো ফিট হয়ে উঠতে পারে, তবে এটা ভারতের জন্য বড় বিষয় হবে।
ঋষভ পন্ত: পন্ত তাঁর রিহ্যাবে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন এবং নেটে ব্যাটিং ও উইকেটকিপিং শুরু করেছেন। বর্তমানে তিনি তাঁর জন্য নির্দিষ্ট একটি ফিটনেস প্রোগ্রাম অনুসরণ করছেন, যার মধ্যে শক্তি, নমনীয়তা এবং দৌড় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রসঙ্গত, বিসিসিআই গত কয়েক মাসের মধ্যে পন্তের অসাধারণ উন্নতির দাবি করেছে ঠিকই, তবে তাঁর মাঠে ফেরা নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর, ৫০ ওভারের বিশ্বকাপের আগে তিনি কোনও ভাবেই ফিট হয়ে উঠতে পারবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।