শুভব্রত মুখার্জি: চলতি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলা বিভাগের ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া দল যে একাদশের ঘোষণা করে তাতে নাম ছিল তালিয়া ম্যাকগ্রাথের। নিয়ম অনুযায়ী সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই করোনা পজিটিভ হন তাহিলা। তবে তালিয়া করোনা পজিটিভ হওয়ার পরেও তাকে ফাইনালে খেলার ছাড়পত্র দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ডাক্তারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির তরফে।
সূত্র মারফত জানা গিয়েছে তালিয়া হাল্কা উপসর্গ রয়েছে কোভিডের। স্বাস্থ্য বিশেষজ্ঞ, টিম অফিসিয়াল, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অলরাউন্ডার তালিয়া ম্যাকগ্রাথ অজি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যা। ফাইনাল ম্যাচের আগে কমনওয়েলথ গেমসে অজিদের টপ স্কোরারও তিনি। ৪ ম্যাচে করেছেন ১২৬ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।