
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: কালকের দিনটা যদি কুস্তির ছিল তো রবিবাসরীয় দিনটা ছিল বক্সারদের। কাল কুস্তির ম্যাট থেকে ভারত তিনটি সোনা পাওয়ার পরে আজ বক্সিং রিং থেকেও ভারত তিনটি সোনা জিতল। নিতু গাঙ্গাস, অমিত পাঙ্ঘালের পরে আজ বক্সিং রিং থেকে ভারতকে তৃতীয় সোনা এনে দিলেন বক্সার নিখাত জারিন। উল্লেখ্য কমনওয়েলথ গেমসে এটি নিখাতের প্রথম সোনার পদক।
আরও পড়ুন: অনবদ্য রাজা-চাকাভা, দ্বিতীয় ওয়ানডেতে জিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতল জিম্বাবোয়ে
ফাইনালে নিখাত জারিন মুখোমুখি হয়েছিল নর্দার্ন আয়ারল্যান্ডের কার্লি ম্যাকনলের। ফাইনালে তার প্রতিপক্ষকে সহজেই হারালেন তিনি। ভারতকে এনে দিলেন গেমসের ১৭ তম সোনা। সবমিলিয়ে চলতি গেমস থেকে এটি ভারতের ৪৮ তম পদক। এই মুহূর্তে পদক তালিকায় চার নম্বরে রয়েছে ভারত। ভারতে থেকে ৬টি সোনা বেশি পেয়ে তিন নম্বরে রয়েছে কানাডা। তাদের ঝুলিতে রয়েছে ২৩ টি সোনা।
প্রসঙ্গত এদিন ফাইনালে ৫-০ ফলে ম্যাচ জেতেন নিখাত। প্রথমেই একটি লেফট হুক মেরে কার্লিকে নড়বড়ে করে দেন নিখাত। এরপর পরপর কতগুলো পাঞ্চ করে তাকে একবারে কার্যত ধরাশায়ী করে দেন তিনি। ম্যাচে এতটাই আধিপত্য ছিল নিখাতের যে ম্যাচের ৫০ সেকেন্ড বাকি থাকতে তিনি ডিফেন্স করার সিদ্ধান্ত নেন। ম্যাকনলকে সুযোগ দেন আক্রমণের। ঝালিয়ে নেন তার ডিফেন্সিভ স্কিলও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports