Australia vs South Africa 2nd Test: বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন প্রোটিয়া ব্যাটার। সতর্ক করার পরেও একই কাজ করায় ক্রিজে দাঁড়িয়ে স্কুল মাস্টারের মতো ডি'ব্রুইনকে ক্রিজ ব্যবহার নিয়ে শিক্ষা দিলেন অজি স্পিডস্টার।
ডি'ব্রুইনকে সতর্ক করছেন স্টার্ক। ছবি- টুইটার।
মানকাডিং বরাবর বৈধ ছিল। তবে ক্রিকেটের স্পিরিট নিয়ে প্রশ্ন উঠত বারবার। আইসিসি মানকাডিংকে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউটের স্বীকৃতি দিয়েছে। তবু এই নিয়ে আলোচনায় অন্ত নেই।
সচরাচর মাঠের বাইরে বিশেষজ্ঞরা মানকাডিংয়ের নৈতিকতা নিয়ে চায়ের কাপে তুফান তোলেন। উচিত না অনুচিত, এই নিয়ে চর্চা চলে বিস্তর। তবে মাঠে দাঁড়িয়ে ব্যাটসম্যানকে ক্রিকেটের নিয়ম নিয় এমন শিক্ষা দিতে দেখা যায়নি কাউকেই।
সচরাচর ডেলিভারির আগেই নন-স্ট্রাইকার প্রান্তের ব্যাটসম্যান ক্রিজ ছাড়লে তাঁকে রান-আউট (মানকাডিং) করে উচিত শিক্ষা দেন বোলাররা। এক্ষেত্রে শিক্ষার থেকেও শাস্তির বিষয়টি সামনে আসে বেশি করে। তবে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন স্টার্ক। মেলবোর্ন টেস্টে তিনি প্রোটিয়া ব্যাটসম্যান ডি'ব্রুইনকে সতর্ক করলেন একাধিকবার। সেই সঙ্গে তাঁকে মৌখিক শিক্ষাও দিলেন ক্রিজ যথাযথ ব্যবহার করা নিয়ে।
এমনটা নয় যে, ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া ব্যাটসম্যানকে রান-আউট করার আগে অন্যরা কেউ কখনও সতর্ক করেননি। বরং আউট করার পরেও ব্যাটারকে ফিরিয়ে আনতে দেখা গিয়েছে অতীতে। তবে স্টার্ক এক্ষেত্রে বোলিং রান-আপে ফেরার আগে ডি'ব্রুইনকে দাঁড়িয়ে বলেন, ‘(ডেলিভারির আগে পর্যন্ত) ক্রিজে দাঁড়িয়ে থাকো। এটা এমন কিছু কঠিন কাজ নয়। এটা (ক্রিজ) অকারণে রাখা হয়নি বন্ধু।’
মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে চোখে পড়ে এমন ঘটনা। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ১৭তম ওভারে একবার ডি'ব্রুইনকে সতর্ক করেন স্টার্ক। পরে ১৯তম ওভারে থিউনিস ফের একই ভুল করলে তখন তাঁকে ক্রিকেটের নিয়ম নিয়ে প্রাথমিক পাঠ পড়ান অজি পেসার।
দ্বিতীয় ইনিংসে ডি'ব্রুইন শেষমেশ ব্যক্তিগত ২৮ রানের মাথায় স্কট বোল্যান্ডের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন। স্টার্ক প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নেন।
মেলবোর্নে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা প্রথম ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৫৭৫ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। প্রথম ইনিংসের নিরিখে ৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ২০৪ রানে। অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্ট জিতে নেয় এক ইনিংস ও ১৮২ রানের বিশাল ব্যবধানে। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেন প্যাট কামিন্সরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।