মেলবোর্নে ডিন এলগারের জন্য একদিন দেরিতে আসেন সান্তা। বড়সড় উপহার দিয়ে যান। যদিও সেই উপহারের যথাযথ মর্যাদা দিতে পারেননি তিনি। উল্টে হজম করতে হয় ন্যাথন লিয়ঁর স্লেজিং।
বক্সিং ডে টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠান অজি দলনায়ক প্যাট কামিন্স। ইনিংসে ১১তম ওভারে ওপেনার সারেলের উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। ১৩তম ওভারের শুরুতেই ক্যাপ্টেন ডিন এলগারের উইকেটও হারাতে পারত প্রোটিয়া দল। তবে ভাগ্য সঙ্গ দেওয়ায় সে যাত্রায় বেঁচে যান এলগার।
১২.১ ওভারে স্কট বোল্যান্ডের লাফিয়ে ওটা বল ডিফেন্স করার চেষ্টা করেন এলগার। তবে ডিফেন্সিভ শটে নিয়ন্ত্রণ ছিল না এলগারের। বল ব্যাটে লাগার পরে প্যাড ছুঁয়ে পিচে ড্রপ করে। পরে গড়িয়ে গড়িয়ে স্টাম্পে গিয়ে লাগে। যদিও অত্যন্ত ধীর গতিতে স্টাম্পে বল লাগে বলে বেল পড়েনি। তাই আউট হননি এলগার।
আরও পড়ুন:- AUS vs SA: দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামিয়ে ইতিহাস গড়লেন IPL নিলামে ১৭.৫ কোটি পাওয়া অজি তারকা
প্রটিয়া দলনায়কের চওড়া কপাল দেখে তাঁর উদ্দেশ্যে টিপ্পনি ছুঁড়ে দেন ন্যাথন লিয়ঁ। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় এটা তোমাকে সান্তার উপহার। তোমার জন্য সান্তা দেরিতে এসেছেন মনে হয়।’
এলগার মিষ্টি কথায় জবাব দেন, ‘আমি তো ভালো ছেলে।’ দুই ক্রিকেটারের কথোপকথন স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যায়। ঘটনার ভিডিয়ো ক্রিকেট অস্ট্রেলিয়া পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।
এমন পড়ে পাওয়া সুযোগ যদিও কাজে লাগাতে পারেননি এলগার। ব্যক্তিগত ২৬ রানের মাথায় রান-আউট হয়ে বসেন তিনি। ৬৮ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। দক্ষিণ আফ্রিকা মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়।
আরও পড়ুন:- Year-Ender 2022: সবার উপরে সূর্য, ২০২২-এ আন্তর্জাতিক T20-র সর্বোচ্চ রান সংগ্রহকারীদের সেরা পাঁচে রয়েছেন আরও এক ভারতীয়
দলের হয়ে সব থেকে বেশি ৫৯ রান করে আউট হন মারকো জানসেন। ১৩৬ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। এছাড়া ৫২ রান করে সাজঘরে ফেরেন কাইল ভেরেইন। ৯৯ বলের ইনিংসে তিনি ৩টি বাউন্ডারি মারেন। বাকিদের মধ্যে বলার মতো রান করেন শুধু সারেল (১৮) ও ডি'ব্রুইন (১২)। আর কেউ দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।