ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে এক শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। যেখানে কার্যত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট জিতে নজির গড়েছে নিউজিল্যান্ড দল। একদিকে নিউজিল্যান্ড যখন নজির গড়েছে টেস্ট জিতে তখন টেস্টে হেরে লজ্জার নজির গড়েছে ইংল্যান্ড দলও।
জো রুট, বেন স্টোকস ও কেন উইলিয়ামসন (ছবি-এপি)
শুভব্রত মুখার্জি: ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে এক শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। যেখানে কার্যত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট জিতে নজির গড়েছে নিউজিল্যান্ড দল। একদিকে নিউজিল্যান্ড যখন নজির গড়েছে টেস্ট জিতে তখন টেস্টে হেরে লজ্জার নজির গড়েছে ইংল্যান্ড দলও। টেস্ট ক্রিকেটের দীর্ঘদিনের ইতিহাসে এক বিরল লজ্জার নজিরের তালিকায় নথিভুক্ত হয়েছে ইংল্যান্ডের নাম। অস্ট্রেলিয়ার পরে দ্বিতীয় দল হিসেবে টেস্টের দীর্ঘদিনের ইতিহাসে এই নজির গড়েছেন তারা। বিপক্ষকে ফলো অন করানোর পরেও টেস্ট ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে টেস্ট ম্যাচ হারতে হয়েছে তাদের। উল্লেখ্য এর আগে এই নজির ছিল একমাত্র অস্ট্রেলিয়া দলের। তাদের সঙ্গে এই ঘটনা এর আগেও তিনবার ঘটেছে। তবে ইংল্যান্ডের সঙ্গে এই ঘটনা ঘটল এই প্রথমবার।
১৮৯৪ সালে অজিদের সঙ্গে প্রথমবার ঘটে এই ঘটনা। ১৯৮১ সালে ঘটে দ্বিতীয়বার এই ঘটনা। ২০০১ সালে তৃতীয়বার এই ঘটনা ঘটে অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দলের বিরুদ্ধে। প্রথম দুই বারে অজিদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড দল। আর তৃতীয়বারে প্রতিপক্ষ ছিল ভারত। ইডেন গার্ডেন্সে সেই টেস্টে ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড় দুটি মহাকাব্যিক ইনিংস খেলে ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন। লক্ষ্মণ করেছিলেন ২৮১ রান এবং দ্রাবিড় করেছিলেন ১৮০ রান। টেস্টের প্রথম ইনিংসে বল হাতে হ্যাটট্রিক করেছিলেন হরভজন সিং। ভারতের বিরুদ্ধে সেই টেস্টে দ্রাবিড়দের ফলো অন করিয়েও অজিদের হারতে হয়েছিল ১৭১ রানে।
১৮৯৪ সালের ১৪ ডিসেম্বর টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটেছিল এই ঘটনা। সেবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফলো অন করার পরেও ১০ রানে জিতেছিল ইংল্যান্ড। ওই টেস্টে অজিরা প্রথম ইনিংসে ৫৮৬ রান করে। জবাবে ইংল্যান্ড ৩২৫ রানে অলআউট হয়ে যায়।ফলে প্রথম ইনিংসে তারা পিছিয়ে ছিল ২৬১ রানে। ফলো অন করে তারা করে ৪৩৭ রান। এরপর ম্যাচ জয়ের জন্য ব্যাট করতে নেমে অজিরা অল আউট হয়ে যায় ১৬৬ রানে।
দ্বিতীয়বার এই ঘটনা ঘটে হেডিংলিতে ১৯৮১ সালে। সেই টেস্টে ১৮ রানে হেরে গিয়েছিল অজিরা। প্রথমে ব্যাট করে অজিরা করেছিল ৯ উইকেটে ৪০১ ডিক্লেয়ার। জবাবে ইংল্যান্ড অল আউট হয়ে যায় ১৭৪ রানে। ফলে অজিদের হাতে লিড ছিল ২২৭ রানের । ফলো অন করে ইংল্যান্ড ৩৫৬ রান করে। জবাবে অজিরা ১১১ রানেই অলআউট হয়ে গিয়ে ১৮ রানে ম্যাচ হেরে যায়।
আর এদিন ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে ফলো অন করিয়ে ও ১ হারতে হল ইংল্যান্ড দলকে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮ উইকেটে ৪৩৫ করে ডিক্লেয়ার করেছিল। জবাবে নিউজিল্যান্ড ২০৯ রান করেই অল আউট হয়ে যায়। ফলো অন করে তারা করে ৪৮৩ রান। জবাবে ২৫৬ রানেই আউট হয়ে গিয়ে ম্যাচ হেরে লজ্জার নজির গড়েন বেন স্টোকসরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।