Weight Loss Tips: বাড়তি মেদ ঝরাতে শোওয়ার আগে এই কাজগুলি করে ফেলুন! সহজ উপায় একনজরে Updated: 07 Mar 2022, 04:25 PM IST Sritama Mitra কীভাবে খুব সহজে বাড়তি মেদ ঝরানো যায়, তা নিয়ে রয়েছে অনেকের মনেই প্রশ্ন। এই বাড়তি মেদ ঝরানো নিয়ে একাধিক সহজ উপায়ের হদিশ রয়েছে। প্রতি রাতে শোওয়ার আগে এই পন্থাগুলি অবলম্বন করলেই মিলবে শান্তির ঘুম আর কমবে মেদ।