WB Weather Forecast till 8th February: মেঘলা থাকবে কলকাতার আকাশ, বৃষ্টি কি হবে? কেমন থাকবে আবহাওয়া?
Updated: 02 Feb 2025, 08:22 AM IST Abhijit Chowdhury 02 Feb 2025 saraswati puja weather, kolkata weather, kolkata temperature, west bengal weather, winter, rain, fog, cloudy, মেঘলা, বৃষ্টি, সরস্বতী পুজো আবহাওয়া, কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা, পশ্চিমবঙ্গে আবহাওয়া, শীত, ঠান্ডা, বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনাসকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে কুয়াশার চাদরে নিজেকে মুড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। এই আবহে আজ এবং আগামিকাল সরস্বতী পুজোর সময় কেমন থাকবে বাংলার আবহাওয়া? তারপর আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোথাও কি বৃষ্টি হবে বঙ্গে?
পরবর্তী ফটো গ্যালারি