আজও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায়। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরে ভারী বৃষ্টি জারি থাকবে। এরই মাঝে আবার দক্ষিণের বেশ কিছু জেলাতেও আজ ও আগামিকাল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।