WB Rain and Storm Latest Forecast: আজ থেকেই মাঝারি বৃষ্টি বাংলায়, সঙ্গে প্রলব ঝড়ের সম্ভাবনা তাপপ্রবাহ থাকবে আর কতদিন? Updated: 01 May 2024, 10:40 AM IST Abhijit Chowdhury পশ্চিম দিক থেকে ধেয়ে আসা গরম বাতাসে পুড়ছে বাংলা। কলকাতায় ৩০ এপ্রিল গরম ছিল মাত্রাতিরিক্ত। বাংলার কলাইকুণ্ডায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল গতকল, যা কি না স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বেশি। তবে শীঘ্রই স্বস্তি পেতে চলেছে বাংলা।