WB 6th Pay Commission Report Case: বাংলায় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট 'লুকিয়ে' চরম বিপাকে সরকার, ভর্ৎসনা আদালতের
Updated: 06 Jul 2024, 07:04 AM IST Abhijit Chowdhury 06 Jul 2024 6th pay commission, dearness allowance, wb state government employees, calcutta high court, salary of state government employee, রাজ্য সরকারি কর্মী, ষষ্ঠ বেতন কমিশন, মহার্ঘ ভাতা, বকেয়া ডিএবর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের হিসেবে বেতন ও ডিএ পেয়ে থাকেন। তবে এই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রিপোর্টই আজও পর্যন্ত চোখে দেখেননি সরকারি কর্মীরা। এই আবহে সরকারি কর্মীদের সেই রিপোর্ট দিতে বলেছিল হাই কোর্ট। তবে সরকার তা মানেনি। এই আবহে দায়ের হয় আদালত অবমাননা মামলা।
পরবর্তী ফটো গ্যালারি