India vs South Africa Barbados Weather Update: মেগা টুর্নামেন্টের ফাইনালের আগে সবার চোখ থাকবে বার্বাডোজের আবহাওয়ার দিকে। যেহেতু এখন ওয়েস্ট ইন্ডিজে বর্ষাকাল। তাই যে কোনও সময়ে যে কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তে কি ফাইনাল ম্য়াচও বৃষ্টির জেরে বাতিল হবে? কী বলছে পূর্বাভাস?