Severe Cyclone Michaung Landfall starts: শুরু হল ল্যান্ডফল, তাণ্ডব চালাতে ভূভাগে প্রবেশ করছে প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম
Updated: 05 Dec 2023, 01:43 PM IST Abhijit Chowdhury 05 Dec 2023 cyclone michaung, cyclone, severe cyclone, cyclone michaung landfall, rain forecast in west bengal cyclone, ঘূর্ণিঝড় মিগজাউম, ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফল, ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডব, ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বৃষ্টি, পশ্চিমবঙ্গে বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাসপ্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে গতকালই বিধ্বস্ত হয় চেন্নাই। আজ ভোর থেকেই ঘূর্ণিঝড়ের একটা অংশ ছিল ভূভাগের ওপরেই। আর এরই মধ্যে এবার পুরো ঘূর্ণিঝড়টি ভূভাগে প্রবেশ করতে শুরু করল। দক্ষিণ অন্ধ্রে শুরু হল এই ল্যান্ডফল প্রক্রিয়া। এই ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি চলছে। বইছে ঝোড়ো হাওয়া।
পরবর্তী ফটো গ্যালারি