রাষ্ট্রীয় অতিথি হিসেবে গতকাল গোটা দিন দিল্লিতে ছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পারস্পরিক বোঝাপড়া নিয়ে আলোচনা হয় তাঁর। বাণিজ্য থেকে প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক যাতে আরও মজবুত হয়, তা নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার।