Salary Hike in 2023: ফেব্রুয়ারি প্রায় শেষের মুখে। একটা মাস পেরোলেই বেতনের হেরফের হবে। হবে ইনক্রিমেন্ট। কারও কারও পদোন্নতিও হবে। তারইমধ্যে ২০২৩ সালে আপনার বেতন কত বাড়বে, তা নিয়ে একটি নয়া সমীক্ষা সামনে এল। ওই সমীক্ষা অনুযায়ী, বিশ্বের বড় অর্থনীতিগুলির মধ্যে ভারতে বেতন বৃদ্ধির হার অন্যতম বেশি হবে।