প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনার গতিবিধি কমায়নি চিন। এমনটাই বলছে পেন্টাগন। ভারত লাগোয়া সীমান্তে চিনা সেনা মোতায়েন থেকে শুরু করে সামরিক পরিকাঠামো নির্মাণের হার আগের মতোই রেখেছে বেজিং। রিপোর্ট অনুযায়ী, ভারতের খুব কাছেই বাঙ্কার বানিয়ে চলেছে চিনা সেনা। তৈরি হচ্ছে হেলিপ্যাড ও এয়ারফিল্ডও।