ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
Updated: 09 Nov 2024, 10:19 PM IST Moinak Mitra 09 Nov 2024 pakistan, pakistan cricket, pakistan cricket board, pak, pak vs aus, pakistan vs australia, kamran ghulam, babar azam, odi, series, mohammad rizwan, পাকিস্তান, কামরান গুলাম, কামরান, পাক, অস্ট্রেলিয়া, অজি, অস্ট্রেলিয়, পাকিস্তানি, ক্রিকেটার, তারকা, মহম্মদ রিজওয়ান, গুলাম, বাবার আজম, বাবর, আজম, ওডিআই, অভিষেকপাকিস্তান ক্রিকেট দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর সেই ম্যাচেই কামরান গুলাম শতরান করে ম্যাচ জিতিয়েছিলেন পাকিস্তানকে। বাবর আজমের পরিবর্তে দলে ঢুকেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন তিনি। দলের পয়া ক্রিকেটাের মতোই, তাঁর আগমনে পাকিস্তান টেস্ট জিততে থাকে, পরে সিরিজও জিতে নেয়।
পরবর্তী ফটো গ্যালারি