Sakshi Malik quits wrestling: ভোটে জয় ‘যৌন হেনস্থাকারী’ ব্রিজভূষণের ঘনিষ্ঠের, কেঁদে কুস্তি ছাড়লেন সাক্ষী Updated: 21 Dec 2023, 06:26 PM IST Ayan Das চোখের জলে কুস্তি ছাড়লেন ৩১ বছরের সাক্ষী মালিক। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন যে কুস্তি ছেড়ে দিচ্ছেন। যিনি ২০১৬ সালের অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সাক্ষী।