পুরনো পেনশন স্কিম চালুর দাবিতে রাজধানী দিল্লির রামলীলা ময়দানে ২০টিরও বেশি রাজ্যের হাজার হাজার কেন্দ্রীয় ও রাজ্য সরকারী কর্মচারি জড়ো হয়েছিলেন গত ১ অক্টোবর। এই আবহে বিজেপিকে তোপ দেগে বড় ঘোষণা করেছিল কংগ্রেস। আর তারই মাঝে এই রাজ্যে পুরনো পেনশন স্কিম নিয়ে বড় ঘোষণা হল।