বাংলা নিউজ >
ছবিঘর > MBSG vs EBFC, LIVE Streaming: বাগানের বদলার ম্যাচ, লাল-হলুদ বদলাতে চায় ইতিহাস,কোথায়,কীভাবে ফ্রি-তে দেখবেন কলকাতা ডার্বি?
MBSG vs EBFC, LIVE Streaming: বাগানের বদলার ম্যাচ, লাল-হলুদ বদলাতে চায় ইতিহাস,কোথায়,কীভাবে ফ্রি-তে দেখবেন কলকাতা ডার্বি?
Updated: 02 Feb 2024, 10:32 PM IST Tania Roy
চলতি মরশুমে ডার্বির স্কোরলাইন ২-১। এগিয়ে ইস্টবেঙ্গল। সুপার কাপ জেতায় আত্মবিশ্বাস বেড়েছে। মোমেন্টামও পেয়ে গিয়েছে কুয়াদ্রাতের দল। তবে হাবাসের ছোঁয়ায় বাগান ফুটছে টগবগ করে। আন্তোনিয়ো লোপেজ হাবাস কখনও ডার্বি হারেনি। আর এটাই যেন মোহনবাগানের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিয়েছে।