Lunar Eclipse 2022: বুদ্ধপূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ, এই ১০ টি জরুরি কথা মাথায় রাখতেই হবে Updated: 16 May 2022, 10:57 AM IST Ayan Das বুদ্ধপূর্ণিমায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে গ্রহণকালকে অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনও শুভ বা মঙ্গল কাজ না করার পরামর্শ দেন জ্যোতিষারী। গ্রহণের সময় মন্দিরের দরজাও বন্ধ রাখা হয়।