Latest Update on Cyclone Mocha: বুধেই সেঞ্চুরি হাঁকাবে ঘূর্ণিঝড় মোখা, ধেয়ে আসবে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের দিকে
Updated: 09 May 2023, 03:15 PM IST Abhijit Chowdhury 09 May 2023 cyclone mocha, cyclone mocha landfall, cyclone mocha latest update, imd weather forecast, rain forecast in india, ঘূর্ণিঝড় মোখা, ঘূর্ণিঝড় মোখার ল্যান্ডফল, ঘূর্ণিঝড় মোখার গতিপথ, পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণিঝড় মোখার প্রভাব, আবহাওয়া দফতরবর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। আজই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হলে আসন্ন ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাবে। তার আগে আইএমডি এই ঝড়ের সম্ভাব্য গতিপথ নির্ধারণ করেছে।
পরবর্তী ফটো গ্যালারি