Kolkata Metro Latest Update: একই টোকেনে মেট্রো করে হাওড়া ময়দান থেকে যাওয়া যাবে রুবি, খসবে কত টাকা?
Updated: 20 Feb 2024, 12:09 PM IST Abhijit Chowdhury 20 Feb 2024 kolkata metro, howrah to esplanade metro, east west metro service, howrah to ruby metro fare, কলকাতা মেট্রো, হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো, হাওড়া থেকে রুবি মেট্রো ভাড়া, ইস্ট ওয়েস্ট মেট্রোমার্চেই বাংলায় আসতে পারেন প্রধামন্ত্রী। আর তখনই কলকাতার একাধিক রুটের মেট্রো পরিষেবার উদ্বোধন হতে পারে বলে জানা যাচ্ছে। এর মধ্যে অন্যতম হল গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো। এই রুটে পরিষেবা চালু হলে একেবারে টোকেন পাঞ্চ করে ঢুকে হাওড়া ময়দান থেকে রুবি যাওয়া যাবে।
পরবর্তী ফটো গ্যালারি