IPL 2024: এবার SRH vs GT ম্যাচও ভেস্তে গেল, প্লে-অফে উঠল হায়দরাবাদ, কিছুটা চাপমুক্ত হল RR, ছিটকে গেল DC
Updated: 16 May 2024, 10:53 PM IST Tania Roy 16 May 2024 Sunrisers Hyderabad, GT, SRH, RCB, CSK, IPL 2024, Gujarat Titans, DC, Delhi Capitals, Chennai Super Kings, Royal Challengers Bengaluru, Sunrisers Hyderabad vs Gujarat Titans, Indian Premier League 2024, Bengali Sports News, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুSunrisers Hyderabad qualify for playoffs: এখন যা পরিস্থিতি, তাতে এক মাত্র চেন্নাই ছাড়া আর কোনও দলের পক্ষে ১৫ বা তার বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়। অন্য দিকে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল শেষ করলেন শুভমন গিলরা। এদিন হায়দরাবাদ প্লে-অফ নিশ্চিত হওয়ায়, সরকারি ভাবে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস।
পরবর্তী ফটো গ্যালারি