IPL 2020: গর্বের নজির, চলতি আইপিএলে এখনও কোনও ছক্কা হজম করেননি যে সব বোলার Updated: 09 Oct 2020, 06:33 PM IST Abhisake Koley আইপিএল ২০২০-র ২২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যে সব বোলাররা একটিও ছক্কা উপহার দেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের, তাঁদের পরিসংখ্যান তুলে ধরা হল।