ছবিটি বক্স অফিসে হয়েছিল ফ্লপ, টেলিভিশনে মুক্তি পেতেই তৈরি হয় রেকর্ড, কোন ছবি বলুন তো? Updated: 20 Apr 2025, 05:56 PM IST Swati Das Banerjee Sooryavansham: ভারতের ইতিহাসে হিট সিনেমা বলতে যে সিনেমাগুলির কথা মনে আসে সেগুলির মধ্যে অনায়াসে মুঘল- ই-আজম,শোলে, বাহুবলী এই সমস্ত সিনেমার কথা বলাই যায়। তবে এমন একটি সিনেমা রয়েছে, যা বক্স অফিসে ফ্লপ হলেও পরবর্তীকালে পেয়েছে এক বিলিয়ন ভিউ।