India Football- বাংলাদেশের বিপক্ষে জঘন্য ফুটবল! লজ্জা ঢাকতে হংকং ম্যাচের আগে তাইল্যান্ডে শিবির সুনীলদের, হতাশ ম্যানোলো
Updated: 27 Mar 2025, 04:15 PM IST Moinak Mitra 27 Mar 2025 ভারত, ভারতীয় ফুটবল, হংকং, সুনীল ছেত্রী, বাংলাদেশ, বাংলাদেশ ফুটবল, ম্যানোলো মার্কুয়েজ, জাতীয় দল, স্পোর্টস, এআইএফএফ, India, Indian Football, Ind vs Ban, India vs Bangladesh, Football team, Indian Football Team, AIFF, Manolo Marquez, Sports, Sunil Chhetri, Thailand, তাইল্যান্ডবাংলাদেশের সঙ্গে ড্রয়ের পর ম্যানোলো মার্কুয়েজ বলছেন, ‘আমি দলের পারফরমেন্স নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, তবে দল একদমই বাজে খেলেছে ’। এআইএফএফের এক শীর্ষকর্তা বলছিলেন, যাতে বাংলাদেশের অসুবিধা হয় তাই সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে থাকা শিলংয়ে ম্যাচ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে বাংলাদেশই ভালো খেলল।
পরবর্তী ফটো গ্যালারি