স্কটল্যান্ডের গুরুদ্বারে যেতে বাধা দেওয়া হয়েছিল ভারতীয় হাইকমিশনারকে। সেই ঘটনায় তদন্তে নেমে 'অপরাধ' খুঁজে পায়নি স্কটিশ পুলিশ। এই আবহে কড়া প্রতিক্রিয়া দিল ভারত। বিষয়টি ব্রিটিশ প্রশাসনের সামনে ফের তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।