INDIA block Meeting Update: ‘পদের লোভে কেউ আসেননি’, বললেন কেজরি, ভোটের প্রচার নিয়ে কী বললেন নীতীশ? Updated: 01 Sep 2023, 05:25 PM IST Sritama Mitra নীতীশ কুমার বলেন, ‘দেশের ইতিহাস বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা তা হতে দেব না। সবাইকে একজোট হয়ে থাকতে হবে।’ এর পাশাপাশি নীতীশ কুমার বলেন, ‘সময়ের আগে নির্বাচন হতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে।’