চার বছর পর আবার এক দিনের ক্রিকেটে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপে শেষ বার ৫০ ওভারের ম্যাচ খেলেছিল এই দুই দেশ। মাঝে শুধুই টি-টোয়েন্টি খেলেছিল তারা। তবে তার আগে জেনে নিন, দুই দলের দুর্বলতা কী আছে, যেটা প্রতিপক্ষ দল কাজে লাগাতে পারবে।