IND vs BAN: ৫০ মিস করেও ইতিহাস রোহিতের, টপকালেন ধোনি-শাকিবকে, মুড়িমুড়কির মতো ছয় হাঁকিয়ে ফেলছেন সৌরভের ঘাড়ে নিঃশ্বাস Updated: 19 Oct 2023, 10:43 PM IST Tania Roy ২০২৩ বিশ্বকাপে একের পর এক মাইলস্টোন গড়ে চলেছেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও তিনি একাধিক নজির গড়লেন। টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। পিছনে ফেললেন শাকিব আল হাসানকে। আর মুড়িমুড়কির মতো ছক্কা হাঁকিয়ে উঠে পড়লেন সৌরভের ঘাড়ে।