'মনের মতো পাগল পেলাম না', ক্রিসমাসের আগে মুক্তি পেল ইমনের মিউজিক ভিডিয়ো
Updated: 22 Dec 2022, 10:58 AM IST Ayan Das 22 Dec 2022 Iman Chakrabortyশীতের মরশুম চলে এসেছে। শীত মানেই ভালোবাসা ও উৎসব। যে কোনও উৎসবেই গান এক অপরিহার্য অঙ্গ; বিশেষত বাঙালীর কাছে। তাই এই শীতে আপামর বাঙালিকে সুরের উপহার দিতে ইমন চক্রবর্তীর কণ্ঠে 'মনের মতো পাগল পেলাম না' মিউজিক ভিডিয়ো মুক্তি পেল।
শীতের মরশুম চলে এসেছে। শীত মানেই ভালোবাসা ও উৎসব। যে কোনও উৎসবেই গান এক অপরিহার্য অঙ্গ; বিশেষত বাঙালীর কাছে। তাই এই শীতে আপামর বাঙালিকে সুরের উপহার দিতে ইমন চক্রবর্তীর কণ্ঠে 'মনের মত পাগল পেলাম না' মিউজিক ভিডিয়ো মুক্তি পেল।
গানের নিবেদন করেছেন অনুপ পান। সুর ও কথায় দেবজ্যোতি কর। ইমনের থেকে এই নতুন গানের অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তিনি জানান, এই গানটি তাঁর নিজেরও বেশ পছন্দ হয়েছে এবং সুযোগ পেলে বিভিন্ন জায়গায় গাওয়ার ইচ্ছা রয়েছে।
আঙুরবালা ফিল্মসের সেই মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছেন সপ্তর্ষি চৌধুরী, মণিকা দে, অমিত দাস, ইপ্সিতাভট্টাচার্য, স্নেহা রায় ও প্রতীক সরকার।
পরবর্তী ফটো গ্যালারি