WB Rain Forecast till 1st September: নয়া নিম্নচাপে ঝড়-বৃষ্টি গণেশ পুজোয়! পরেও ভারী বর্ষণ চলবে বাংলায়, কবে থেকে কমবে?
Updated: 26 Aug 2025, 03:47 PM IST Ayan Das 26 Aug 2025 rain, rain forecast in kolkata, rain forecast in west bengal, weather update, weather forecast, low pressure, বৃষ্টি, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার খবর, আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার আপডেট, নিম্নচাপ, ওয়েদারের খবর, ওয়েদারের পূর্বাভাস, ganesh puja weather forecast, গণেশ পুজোর আবহাওয়ার পূর্বাভাসনয়া নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগরের উপরে। বিস্তৃত রয়... more
নয়া নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগরের উপরে। বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। সেই আবহে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হবে। গণেশ পুজোর দিনও (মঙ্গলবার এবং বুধবার) ভারী বর্ষণ হতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি