গত পাঁচদিনে কলকাতায় একবারও বাড়ল না সোনার দাম। গত ২৩ জুন এক ধাক্কায় ১০ গ্রামে ৯৫০ টাকা দাম কমেছিল ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম। এরপর ২৪ এবং ২৫ জুন সোনার দাম অপরিবর্তিত ছিল। আর গতকাল, ২৬ জুনের পর আজ, ২৭ জুন ফের একবার সোনার দাম কমল শহরে। এই আবহে আজ কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু?