Eastern Rail on Sealdah Local Train Signal: শিয়ালদায় কলিং অন সিগন্যালে লোকাল ট্রেন চালানোয় কি রয়েছে বিপদ? মুখ খুলল রেল
Updated: 06 May 2024, 09:19 AM IST Abhijit Chowdhury 06 May 2024 local train, west bengal local trains news, sealdah, eastern railways, indian railways, local train signal, লোকাল ট্রেন সিগন্যাল, শিয়ালদা, পূর্ব রেল, ভারতীয় রেলসম্প্রতি আনন্দবাজার পত্রিকায় শিয়ালদার 'কলিং অন সিগন্যালে' ট্রেন চালানো নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল। সেখানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এই পরিস্থিতিতে পূর্ব রেল কর্তৃপক্ষ এই ইস্যু নিয়ে মুখ খোলে। রেলের তরফে জানানো হয়, এ ক্ষেত্রে যাত্রীদের উদ্বেগের কোনও কারণ নেই।
পরবর্তী ফটো গ্যালারি