Kolkata metro lines inspection update: তিনদিনের মধ্যেই পরীক্ষার মুখে কলকাতা মেট্রোর ৩ লাইন! কবে পরিষেবা চালু হবে? Updated: 30 Jan 2024, 04:27 PM IST Ayan Das তিনদিনের মধ্যেই পরীক্ষার মুখে বসতে চলেছে কলকাতা মেট্রোর তিনটি লাইন। চূড়ান্ত পরিদর্শন করা হবে। আগামী মাসের গোড়ার দিকেই সেই পরিদর্শন করা হতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কবে ওই তিনটি লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে, তা দেখে নিন।