গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে লুপ লাইনে বাঁদিকের মেন লাইন দিয়ে যাওয়ার কথা ছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের। তবে সব ওলটপালট হয়ে গেল মুহুর্তে। করমণ্ডল এক্সপ্রেস ঢুকে পড়ে লুপ লাইনে। লাইনচ্যুত হয় ট্রেনের অধিকাংশ বগি। আর এরপর হাওড়াগামী হামসফর এসে রক্ত বন্যা বইয়ে দেয় বাহনগায়।