Congress Vote Share in Delhi: ধারাবাহিকতার ‘নজির’ কংগ্রেসের! টানা ৩ বার ‘শূন্য’ দিল্লিতে, তবে এবার বাড়ল ভোট Updated: 08 Feb 2025, 06:08 PM IST Ayan Das দিল্লিতে ধারাবাহিকতার ‘নজির’ গড়ল কংগ্রেসের। টানা তিনবার ‘শূন্য’ পেল দিল্লিতে। তবে এবার বাড়ল ভোটের হার। ২০০৮ সালের দিল্লি বিধানসভা নির্বাচন থেকে ২০২৫ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত কংগ্রেসের প্রাপ্ত ভোট ও প্রাপ্তের ভোটের শতাংশ কত ছিল? তা দেখে নিন।