প্রথম বিবাহবার্ষিকী নিক-প্রিয়াঙ্কার, দেখুন বিয়ের পর সবচেয়ে রোম্যান্টিক ছবি
Updated: 01 Dec 2019, 11:18 AM IST Ayan Das 01 Dec 2019 Priyanka and Nick tied knot, Nick Jonas, Happy anniversary Priyanka Chopra and Nick Jonas, Bollywood, Hollywood, Niyanka, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, প্রিয়াঙ্কা-নিকের প্রথম বিবাহবার্ষিকী, Romance, Romantic, রোম্যান্টিক, Priyanka and Nick Completes one year, Marriage Anniversaryআজ প্রথম বিবাহবার্ষিকী পালন করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। গত বছর আজকের দিনেই সাতপাকে বাঁধে পড়েছিলেন দুই তারকা। তারপর থেকেই দুজনের রসায়নে মুগ্ধ অনুরাগীরা। অনেকে তো তাঁদের বছরের সেরা রোম্যান্টিক জুটির তকমাও দিয়েছেন। প্রিয়াঙ্কা-নিকের প্রথম বিবাহবার্ষিকীতে একনজরে দেখে নেওয়া যাক তাঁদের সবথেকে রোম্যান্টিক ১১টি ছবি-
পরবর্তী ফটো গ্যালারি