প্রতিপক্ষ রসকসমস-কে শুভেচ্ছা জানিয়ে টুইট ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরোর। আজ চাঁদের উদ্দেশে 'লুনা ২৫'-এর সফল উৎক্ষেপণ করেছে রুশ মহাকাশ সংস্থা রসকসমস। ভারতের চন্দ্রযান ৩-এর সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে লুনা ২৫। এই আগে কে চাঁদের মাটিকে আগে পা রাখবে, তা নিয়ে জল্পনা চলছে।