FIR for attack of Doctors and Nurses: ডাক্তার-নার্সরা আক্রান্ত? ৬ ঘণ্টার মধ্যে FIR করুন! RG করের আবহে নির্দেশ সরকারের Updated: 16 Aug 2024, 02:01 PM IST Ayan Das অন-ডিউটি ডাক্তার, নার্স-সহ স্বাস্থ্যকর্মীরা কি আক্রান্ত হয়েছেন? সেই ঘটনায় হাসপাতালের প্রধানদের ছয় ঘণ্টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তাণ্ডবের পরই সেই নির্দেশিকা দেওয়া হল।