BJP Organizational rejig in 24 states: সংগঠনে বড়সড় রদবদল বিজেপির, তবে দায়িত্ব থেকে 'ব্রাত্য' বাংলা ও বাঙালি! Updated: 06 Jul 2024, 07:25 AM IST Abhijit Chowdhury লোকসভা ভোটে মোদীর নির্ধারিত টার্গেট পূরণ তো দূরের কথা, গত দু'বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের মতো রাজ্যে বিজেপির ফলাফল আগের বারের তুলনায় বেশ খারাপ হয়েছে। এই আবহে বড়সড় রদবদল করা হল বিজেপির সংগঠনে।