₹220 cr investment at Singur: সিঙ্গুরে ২২০ কোটি টাকার বিনিয়োগ আসছে! লগ্নি করছে দেশের সেরা হওয়া সংস্থা, কী হবে?
Updated: 24 Oct 2024, 01:59 PM ISTসম্প্রতি যে সংস্থা দেশের সেরা কোম্পানির পুরস্কার (তালিকাভুক্ত কোম্পানির মধ্যে) পেয়েছে, সেটিই সিঙ্গুরে ২২০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে। ফিকি এবং ইওয়াইয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আয়োজিত অনুষ্ঠানে সেই পুরস্কার তুলে দেওয়া হয় ওই সংস্থাকে।
পরবর্তী ফটো গ্যালারি