অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ একেবারে রানের ছড়াছড়ি। অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ রানের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছিল কিউয়িরা, যদিও শেষরক্ষা হল না। অজিরা জিতে সেমির জায়গা আরও মজবুত করল। তবে এদিন আসল জয় হল ক্রিকেটের। দুই দল মিলেই নতুন ইতিহাস লিখল ধর্মশালায়।